যমে ও মানুষের টানাটানির পর হল ভূমিষ্ঠ এক সন্তান,
কপালে তার চুম্বন করে জননী বলল এ পুত্র পেয়ে আমি ভাগ্যবান,
সকলের হাসি এবং সুখের কান্নার মাঝে খোকা উঠল হেসে,
দেখে পিতা বলল , এ ছেলে যোদ্ধা হবে যে সবাইকে ভালবেসে ,
পিতার কথা সত্যি হল যেদিন ছেলে পরীক্ষা শেষে,
দাঁড়ালো সৈনিক বেশে পিতা মাতার সামনে এসে,
গর্বে মার বুক ভরলেও শঙ্কা বিঁধল মার বুকে এসে,
ছেলেকে যে একদিন তার আরেক জননীর ডাকে,
নিজের বুকের স্পর্শ থেকে বিদায় নিতে হবে তাকে ।
মায়ের শঙ্কা সত্যি হল যেদিন দেশে যুদ্ধ এল,
মায়ের মমতা , পিতার আশীর্বাদ হৃদ্যয়ে নিয়ে ছেলে যুদ্ধে বেরল,
জননীর চোখের জল মুছিয়ে খোকা বলল,
"আসছি মা শীঘ্রই আমার আরেক মার লাজ রেখে,
এসে আমি তোমার হাতের গ্রাস নেব আমার মুখে",
দিন গেল মাস গেল মা চেয়ে থাকে সুদূর পানে,
হয়ত বা দুয়ারে দাড়িয়ে ছেলে বলল "মা এসেছি ফিরে",
একদিন ফোন এল শেষে মাকে ছেলে বলল ভালবেসে,
"আসছি মা শীঘ্রই তোমার কাছে যুদ্ধ হয়ে আসল শেষে",
মায়ের বুকে আসল আশা, হাসি তার মুখে আসল শেষে,
ছেলের ফেরার আশায় মা দুয়ার খুলে রোজ দাঁড়ায় এসে,
শেষে একদিন খবর এল যে সে ছেলে তার দেশজননীর বুকে,
চিরঘুমে ঘুমিয়ে আছে আসবে না মার কাছে কোনদিনও সে ,
তার লেখা শেষ চিঠি জননী খুলল অশ্রু চোখে,
লেখা "মা চিন্তা করোনা, আসতে যদি না পারি তোমার কাছে,
জানবে যে তোমার ছেলে আরেক মায়ের কাছে ঘুমিয়ে,
এই পৃথিবীর সকল মায়ের বুকে আমি থাকব বেঁচে,
এই পৃথিবীর সকল ছেলের মধ্যে তুমি পাবে আমায়,
এই জনম নাহয় গেল পরের জনমে তোমার হাতের,
গ্রাস আমি তুলব মুখে" ।