অসহায় মোরা
সুশোভন গোস্বামী
দুনিয়াটা নাকি টাকার গোলাম
বিক্রি হচ্ছে দিন দিন টাকাতে ,
মরছে শুধু সাধারণ মানুষ
একমুঠো ভাতের অভাবে।
খাটছো তুমি , খাটছো আমি
নাম কামাচ্ছে মহাজন ,
চুপ করে থাকি বসে
তোমার আমার মতো সাধারণ মানুষজন ।
চুপ হয়ে যাই আমরা আজ
কী হবে ! আমাদের দিয়ে সম্মান,
আমাদের ভাগ্যে জুটুক না একমুঠো ভাত
বাঁচানোর জন্য এই প্রাণ।।