দাঁড় করিয়ে দোর গোড়ায়
          চলে যায় দূর থেকে দূরে,
        শূন্য করে এক মায়ের কোল
          বাঁচাতে ভারত মাতাকে।
    শূন্য ঘরে সময় কাটে বছরের পর বছর
   গুনছে মাতা একটি করে অপেক্ষার প্রহর,
          আসবে কখন পূত্র তার
         আলো করতে ছোট্ট ঘর।
      সেদিন আর ফেরে না তারপর
         ফিরে আসে একটি বাক্স,
          শুয়ে থাকে খোকা তার
            ফুলে ফুলে সজ্জিত।