ঋতুকাল
সুশোভন গোস্বামী
গ্রীষ্মের ওই প্রখর রোদে
চারিদিক করছে হাহাকার ,
বর্ষার ওই কালো মেঘে
চারিদিক জলে মগ্ন জলাকার ।
শরতের ওই পেঁজা মেঘে
দেবী দুর্গার আগমনে ,
সুরেলা বাঁশি ভেসে আসে
শিউলির বন থেকে কাছের বনে ।
হেমন্ত এসে বলে শোন ওরে ভাই
শীতের পোশাক বের করো শীত আসতে দেরি নাই।
বসন্তের শুরুতে ঝরতে থাকে পাতা
গাছগুলোর দিকে তাকানোই যেন ষোলো আনায় বৃথা ।
ঠিক তখনই ভেসে আসে কোকিলের মধুর গুঞ্জন
সুরেলা কন্ঠে জানিয়ে দেয় বসন্তের সমাপ্তিক্ষণ।