যুগের ধর্ম যারাই ভাবে
               কেবল পরের তরে ,
          জীবনে তো পায়না কিছুই
               শুধুই খেটে মরে।
        এই সমাজে খাটছে যারা
          ফেলছে মাথার ঘাম ,
  কোনো দিনও কোনো কালে
          পায়না তারা নাম।
      আজকে‌ যারা গড়ছে প্রাসাদ
        ফলাচ্ছে সোনার ধান ,
          কালকে অনায়াসে
           দিচ্ছে তাদের প্রান।
যে শ্রমিকটা শিল্প গড়ে রাখল দেশের মান
সেই তাকেই আবার প্রতিক্ষণে হতে হচ্ছে অপমান