সব সুখ ক্ষণিকের জন্য
নয় রে স্থায়ী বোকা ,
তাই এবার থেকে দুঃখটাকে সঙ্গী করিস
নইলে খাবি ধোকা।
সমাজটাকে ঘুরে দেখে নাইবা পেলাম সুখ ,
চিনতে পারলাম কিছু মানুষের স্বার্থপরতার মুখ।
চারিদিকে হিংসা , মারামারি
নেইকো তাতে সুখের ছোঁয়া ,
তাই আজ মানুষের থেকে
হারিয়ে যাচ্ছে মনুষ্যত্বের ছোঁয়া ।
কি , হবে সব অট্টালিকা
যদি তাতে বেচতে হয় মনুষ্যত্ব ,
থাক না সেই সাধের বনবাস
যেখানে সুখ ,শান্তির ছোঁয়া স্পষ্ট ।