ওরা তোমায় কাটছে কেন মা?
    তোমার যে বড্ড লাগে ব্যাথা ,
         ওরা বুঝতে পারে না
    তুমি ছাড়া আমি যে পুরোই বৃথা ।
       ওদের তুমি ভরিয়ে দাও
       ফল ,ফুল আর শ্বাস বায়ু ,
       তাতেই ওরা ফিরে পায়
      বাঁচার জন্য নতুন করে আয়ু।
        গ্রীষ্মকালে ওরা যখন
         ঘেমে ওঠে হয় ক্লান্ত ,
     আশ্রয় নেয় তোমার ছায়াতে
     হয়ে ওঠে আবার প্রানবন্ত।
          ওরা যে বড়োই নিষ্ঠুর
ছিনিয়ে নেয় মাকে তার সন্তানের থেকে ,
    ওদের বাড়িতেও তো আছে সন্তান
ওরা কি জানেনা কিভাবে থাকে ছেড়ে তার মাকে।
        নিজের চেষ্টাতে বাড়তে হবে
                জননীকে ছাড়া ,
        কষ্ট লাগে ভাবতে এসব
          আমি যে জননী হারা ।