শরৎ মানে বর্ষা পরে আসা একটি ঋতু
   শরৎ মানে আকাশে ঘুরে বেড়ানো পেঁজা মেঘের সেতু।
    শরৎ মানে বাঙালির আবেগ, দূর্গাপুজার দিন গোনা
  শরৎ মানে মনোরম আবহাওয়া, কাশফুলের আনাগোনা।
        শরৎ মানে কেনাকাটা রকমারি জিনিসখানা
     শরৎ মানে শিউলির গন্ধে মো মো চারিদিকখানা।
         শরৎ মানে ষষ্ঠীতে দেবী দুর্গার আগমন
শরৎ মানে সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমীতে পুজো সমাপন।
       শরৎ মানে দূর্গা শেষে লক্ষ্মী, কালীর আগমন
      শরৎ মানে ভাতৃ দ্বিতীয়াতে ভাই বোনের বন্ধন।।