শুধু শহর, দেশ, আর নাম পাল্টায়,
পাল্টায় না নৃশংস ঘৃণ্য পশুদের লালসা ভরা চোখ;
দেহের গন্ধে উন্মাদ নরপিশাচ।
লোভের দাগে শিকারীর হাতে টাটকা মাংস
রক্ত ভেজা কান্নায় মায়ের গর্ভের নাড়ির-ছেদ।
আর কতবার থাকবে প্রতিলোমে বুকভরা -
সজীব রক্তের মিছিল?
সভ্য সমাজের স্তব্ধতায় হৃদপিন্ডের হাহুতাশ,
ধর্ষণের প্রতিবাদে ধর্ষিতার প্রতিস্বরকে চেপে ধরে-
সভ্যতার স্বেচ্ছাচার!
সেদিন প্রহর কেটে সকাল না দেখা অর্ধনগ্ন,
মেয়েটার স্পন্দনহীনতাই শুধু নয়;
সেদিন আবারও মেরুদণ্ডহীন নগ্ন সভ্যতা,
লজ্জায় মুখ লুকিয়েছে আজন্মের উত্তরাধিকার !
যে যন্ত্রণায় অগ্নি নিরক্ষর,
বিচার যেন হয় এবার স্রোতের বিরুদ্ধে
কাল শিকারীর মৃত্যুই যেন হয়
রক্ত রাগের একমাত্র 'অভয় মন্ত্র'!