আমার অজানা অদেখা ,
মেঘের বেলায় উপহারের আতরের-
গন্ধে তোমাকে খুঁজে পেলাম ।
তোমার সভ্যতায় অতি নির্ভরশীলতা,
ভালোলাগা মঞ্চের সমুদ্রের সৌন্দর্যে -
মুগ্ধতার দু 'চোখের সাক্ষী তুমি চিরস্থায়ী।
জানার মাঝে অজানার কত সন্ধান,
ছন্দে স্পন্দিত শব্দের আলোর খেলা।
পৃথিবীর অন্তরে জীবনের বাণী,
হয়ে উঠেছো মহামন্ত্রের নীরব শব্দ।
সেই 'রবিঠাকুরের' প্রণয়ের চুড়ান্ত;
ভাষায় কখনো বিদ্রুপের ভঙ্গি,
কখনো প্রেমের সঞ্চার; কখনো
রক্তে পাওয়া কান্নার চৌকাঠে-
তুমি ছিলে চির বিন্দু, চির উজ্জ্বল।
সহস্রবার ধ্বনি-প্রতিধ্বনিতে মুক্ত;
বার্তায় মানব চরিত্রে অমূল্য ,
সঞ্চয় তাই তুমি সঞ্চয়িতা।