রক্তের  সম্পর্ক গুলোকে  ভালোবাসতে হয়  না
না চাইতে  রক্ত  টান  দেয়  সম্পর্কের  গন্ধে।
আমি  সেই  গন্ধে  নিজেকে  খুঁজে  পাই।
কথা জড়িয়ে  ভালোবাসা  কী যে হয়,
আগে  জানতাম না  এখন  এইটুকুই  মাতিয়ে  রাখে।

কল লিস্টের  ফার্স্ট প্রিফারেন্সে,
'ফেভরিট কাজিন'   একটানা  কথা,
সহসায়  ভেসে  উঠা  হাসি-ঠাট্টা কিংবা
মান -অভিমান কিংবা সুখ-দুঃখের নিতান্ত  আদুরে প্রশ্রয়।
কী  অদ্ভূত   নিদারুণ  মানসিক অনুভূতি।
এইভাবে  এক সময়   সময়ের ও অভ্যাস  হয়ে যায়
তবুও  কথা   ফুরোয়  না।

কিন্তু...............

মানুষ  আসলেই  বেঁধে যায় কখনো ,
রক্তে  আবার   কখনো  বা  দায়বদ্ধতায় !
তবে  কোনটা  আজ বেশি দামি?
সময়ের  তাগিদতে  সব ছাড়িয়ে
বেঁধে যাওয়া   দায়বদ্ধতায়  নাকি;
পাশাপাশি সম্পর্কের  গন্ধে  -
একটানা   সম্পর্কের  ভালোবাসা?