দীর্ঘ  কত শতবছর  পেরিয়ে গেল
এক জীবন এত আক্ষেপ জন্ম দেয় কেন?
ওমন  বেওয়ারিশ  গপ্পের আড়ালে  ঠিক
কতটা ক্ষত সে তো নামকরা  অনুভূতি  জানে।
হাজারটা বার ছুটে   যায়  প্রেম মনের বিরুদ্ধে  
সে যে স্বাধীনতায় মুক্তি  চায়।

পথের  শুরুতেই  যদি ইতি ছিল  
তাহলে কেন  এত  রংমহলের মেহেফিল?
কল্পনার সমুদ্রে ভেসে যেতে দিও না শাহজাদা
ফিরিয়ে নিও  শ্বেতপ্রেমের অধিকারে।
কথা দিলাম এই অভিসারে তোমার পৃথিবীর
লক্ষণ রেখায়  ভালোবাসা  অমরত্বের সুধা হবে।

শুরুতেই একই বৃত্তে বেঁধে ছিলে তুমি ,
শেষটা রবিঠাকুরের কোনো অমিল উপন্যাসে নয়;
বরং  কবিতার সুরে বেঁধে দিও।
অপেক্ষার তৃষ্ণা জানান দেয় নৈঃশব্দের  ক্ষয়।
বারবার  পথিক হতে কার ভালো  লাগে,
পথের তেমাথায়  এবার সঠিক  পথের প্রয়োজন!


ইবাদতের ভাষা জানা নেই আমার,  
শুধু বিশ্বাসের অভিধানে প্রতিধ্বনিত হয়।
ধৈর্যের অন্তরর্ঘাতে সবটা বিশ্লেষণ  হয়  না,
প্রাণ ঢেলে ভালোবাসাটুকুই শেষ সম্বল।
আজ সত্যি ক্লান্ত পথিক মাঝি  !
সব সময়ের  কাটাছেঁড়া   রক্তান্ত হয় না;
বরং  সব রক্তের  রং লাল  না হয়ে -
শ্বেত ভালোবাসায় রামধুন  হয়।
এক একাকী পথে  সহস্রবার প্রেম হাতে,
বারবার তোমার  অপেক্ষায় দেখা হোক
শাহজাদা কিংবা মির্জা।