পৃথিবীর আনখ পথে দ্রুতায় সময়ের গমন,
কিন্তু থেকে যায় কিছু ছায়া আজন্ম ।
মৃত্যুর অনন্ত শেষে শূন্য অরণ্যে কে যেন ডাকছে?
এসো, আলিঙ্গন করো আয়ুষ্য উত্তরসূরি !
আড়ালের আলোতে উচ্চারিত হয় কক্ষপথ জুড়ে,
আদিপুরুষের তীব্র তৃষ্ণা আশ্বিনের গা ঘেঁষে।
খুঁজে চলেছে অন্ধকারে হারিকেন হাতে।
সহস্র পথ এপারের কাছে ওরা যখন গোত্রে ;
নেমে আসে চিরচেনা প্রজন্মের তর্পণ হস্তে -
পরম্পরাগত পূর্ব-পিরি জন্য তখন উচ্চারিত হয়,
'সর্ব্বে তে তৃপ্তিমায়াস্তু মদ্দত্তেনাম্বুনা সদা'!