মিছে মিছে কেন আঁকড়ে ধরা?
যদি পথের মাঝে ছেড়ে যাওয়া !
দিনে দিনে যা গড়ে ,
বেছে বেছে সবগুলো,
একদিনে হাওয়া।
মন চন্ডাল সব-ই এক,
যদি না হয় আর ফিরা !
ছন্দে ছন্দে বিশাল শব্দ মিনার,
কে জানে ভাঙ্গা ছন্দে ও ফাটল?
মনে মনে যদি হয় মান,
সে কি আর ধরে কারো মনে?
একদিন মন ক্ষ্যাপা করে চিৎকার,
পরশ পাথর !পরশ পাথর !
ওরে মন ক্ষ্যাপা
দেখ চেয়ে ভিড়ে ভিড়ে
আছে সে নীড়ে মাঝে
দিস যদি ছুঁয়ে পরশপাথর !!!