শূন্যে ছড়িয়ে যাওয়া দ্রাঘিমায়,
দ্রুত বেগে প্রেম -ভালোবাসায়,
সুরের নেশায় এ জানে না-
ভ্রষ্ট পথে আস্পর্ধার নোঙ্গর দাঁড়ায়-
কেমন এক গোটা অচিন্ত্য পুর।
থাক থাক মেঘলা মাঝি জোর করে,
সীমান্ত পেরিয়ে যেও না !
সংযত মানুষ হতে চায় না,
সেই বিভীষিকার -
পিছনে আজন্মের অমরত্বে ভেসে যায়।
বেখেয়ালে ভালোলাগা চিবুক ছুঁলেই;
ভালোবাসা হয় না এ শুধুই খবর রাখে-
দাসত্বের কিংবা বেহায়াপনার।
হ্যাঁ... পরিমিত ক্ষনিকের সুখ ঝপটায়,
সহজাত অভিসার দুদিনের চাওয়া-পাওয়ায়।
ভাবতে পারো নিয়ত এই ক্রান্তি মারিয়ে যায়,
কত অসাধারণ নিজেত্ব ক্ষমতা?
ভালোবাসা খুঁজো অমোঘ সীমান্তে ।
একবার নয় বহুবার দেখেছি,
ভালোবাসায় ঈশ্বর স্পর্শ -
তাই কোন রং মাখে না।
তোমরা ছুটে যাও সে তো,
উত্তপ্ত দুর্জয় স্নায়ু ভ্রান্ত হয়ে -
মাখিয়ে যায় ভালোবাসার নামে অস্থৈর্য।
এমন বালুচরে যে যায় সে শুধুই তৃষ্ণার্ত !