একগুচ্ছ ভালোবাসা ক্ষনিকের অসুখ মাত্র,
যেমন দূরের শঙ্খ পাথরে তৃষার প্রহার।
একবার যে ধারায় অঙ্কের অমিল;
হিসেব কি আর মিলে সেই অচিরে ?
আঙুল ছুঁলেই শব্দ ঝরে নির্বোধ প্রেক্ষা থাক,
আলপিন বদলে দেওয়া ইতিহাসে।
যে দীর্ঘ রাত চৈত্রের বসন্ত খুঁজো,
তা সহস্র ডাকলে ও ফিরে না।
র্নিঘুম রাতে লক্ষ্যের স্তুতি এরপরেও ;
দুচোখে সময়ের সংযম।
জমিয়ে রাখা ভালোবাসা ,
ধুয়ে দাও ফাঁকি দেওয়া দীর্ঘশ্বাসে।
বাউন্ডুলে হাজারখানেক গানে,
বেওয়ারিশ সত্যিটুকু সাক্ষী থাক ।
কত চৈতালি নদীর ঢেউ,
জেনেশুনে যন্ত্রণার দাসত্বের শিকার।
আর বেদুইনি আক্ষেপের মৃত্যু হোক;
নবচেতনার শিহরণ বাইপাসে।
আমার ঈশ্বর জীবন বাঁধনে নয়,
অবেলামেঘলায় উড়িয়ে দেওয়া;
তীব্র অশ্বারোহীর ভালোবাসায়।