আমার কবিতার গায়ে তোমার সেই গন্ধ,
আরও মাতাল করে বেড়াচ্ছে মোহিত শব্দকে।
তোমার অতলস্পর্শ শূন্যতায় এ কেমন মায়া ?
যাকে ছুঁতে নেই অথচ অঞ্জলি দিয়েই চলেছি।
কল্পনার সেই মেঘবালিকা ছুটে চলেছে খেয়ালখুশি,
আজ বড্ড আক্ষেপ হয় সেই সময়ের সেই ক্ষণকালীন
দেহস্থ ধাতুবিশেষের।
তুমি কি শুনতে পাও না;
এই সহস্র হাজার পথ পেরিয়ে যাওয়া?
তোমার কি সত্যিই শ্রবণেন্দ্রিয়ে পোঁছায় না
আমার কাব্যের প্রথম ভাগ?
এত তপস্বীর ধ্যান তো আমার কাব্য নয়;
আমি তো এক আকাশ মাথায় জীবন সন্ধানী।
কিছুটা মিল আবার কিছুটা অমিল স্রোতে ছুটে-
যাই কাব্য হয়ে তোমার রিক্ত আভা গায়ে মেখে।
যে সদ্যজাত হৃদয়ে জীবন বসন্তের ছোঁয়া,
শুধু মাত্র তোমাকে আশ্রয় করে সে পথ আমি;
অবশিষ্টাংশ হিসেবে রেখেছি ভালোবাসার প্রত্যয়।
এবার শুধু খুঁজে নেওয়ার পালা যে পথে কাব্য-
সে পথেই তোমাকে আসতে হবে,
এবার যে পথ ভুললে হবে না ।
রইল অপেক্ষা.........!