শব্দের অভাবে প্রলাপ অশ্রু প্রত্যয়,
তবুও তোমার কাছেই ঋণী।
আমার বেহালার স্নিগ্ধ দেহে,
তোমার বারংবার মেঘলা গন্ধ !
ছুঁয়ে দেখ শরৎ তোমার আষ্টেপৃষ্ঠে,
পৃথিবীর স্তব্ধ তীব্রতা।
অভিজ্ঞতায় দেখ শিশির মাখা,
ঘাসের আগায় শিউলির চাপা কান্না।
যে বৃত্তে আগ্নেয় যন্ত্রণা,
নৈঃশব্দের বিভীষিকার বিষ,
মৃত্যুর অবক্ষয়ে স্বস্তি দুর্বারে,
আলিঙ্গন করো একবার শরৎ-
শুভ্র কাশে, আগমনীর সুরে।
অভয় করো শপথ করলাম,
জয়ী হবো আবার পূর্ণ অমরত্বে।
শুধু আরক্ত বিশ্বকে সারিয়ে তোল ।