সুখ-বসন্ত আর অপলক চোখে,
  সময়  পাল্টায়  শব্দ  ভেঙে;
গর্জে উঠে  জল-ছাপ কাব্যে,
   প্রেমের উপন্যাস  শুধুই  উপমা-
না' মনোভূমির স্বার্থে নিভৃতচারী।

নিস্তব্ধ ভালোবাসায়,
তোমার ব্যস্ততা কোন-
    তাল ছন্দে সুর তুলে না।
সে তো কত হৃদয়াকাশের,
    নীলিমা নিচুপ তিমির।

কৃষ্ণ কালো মেঘে মিথ্যাে স্বপ্ন,
নীরব প্রাণে  সমস্ত চিঠি;
জানলো  না সেই  অভিমানের-
নিঃশ্বাসের  গন্ধের ঘ্রাণ।

তবুও  বিশ্বাস  যে স্পর্শ  করে,
গণ্ডিতে আটকে থাকা সমস্ত,
অনর্থক প্রশ্নের উপত্যকা।
    ঝলসে  উঠা মস্ত  অভিমানের,
সংজ্ঞা, প্রশ্ন, ব্যাখ্যা, সব মিশে যায় -
  বিশ্বাসের অলীক ভালোবাসায়।

ঠিক  একদিন  সময় মানিয়ে -
নেবে তোমার ব্যস্ততা' সেদিন  -
ভালোবাসায় থাকবে ঈশ্বর ।
তোমার  অবেলা আলো সেদিন,
এ বসন্ত পরিয়ে নিরন্তর ভালোবাসায়;
ভালোবাসবে!