আমার চাওয়া - পাওয়ার স্মৃতিতে অনেক ঋণ,
জীবন মঞ্চে আরও একবার সাক্ষী মাসের পর মাস,
একটা গোটা নতুন বছর বিবিধ মনে ভীষন খরা -
চোখ রাঙানি ইশারায় সময় জানিয়ে যায়,
নীলকন্ঠ বুকে একধারে অজস্র পথিকের ,
পদচিহ্নে কালঘাম আরও হবে অভিঞ্জতা ।
ছিনতাই করা বিদিশায় আমার বছর সক্ষী থাকলো,
শুধু সযত্নে নতুন পথ কাছাকাছি বেঁধে রেখো ইতিহাস।ভালোবাসায় সঞ্চিত শব্দের তুষার সংলাপে-
চিঠি লিখে দেয় নবীন দিবসের ডাকবাক্সে ।
আমার ভুবনমাঝি শব্দের পাড়া -গাঁয়ে গান লিখে,
নতুন অধ্যায়ের বেহালার অসীম সুরে ।
কত মৃত্যু ,কত ভীরুতা ,কত মনিষ্যি প্রেম,
এবার যেন মুখোশ আড়াল না হয় বরং
নব চেতনার দীপ্ত প্রভাবে মুক্ত হোক,
জীবন দেবতার ভালোবাসায়।
জানি না কান্নার ভাগ হয় কী না-
বরং এবার আক্ষেপের মৃত্যু হোক !
অভয় মন্ত্রের মিছিলে বরং পরাজয়-
হোক শ্বাস রুদ্ধ যন্ত্রণার।
জীবনভাষ্যে এবছর সত্যতার ব্যঞ্জনে ,
সঙ্গী থাক পুন্য মেহনতের বৈভবে।
ডানপিটে ভালোবাসায় এবছর,
তুমি স্রোতস্বিনী হয়ে ধুয়ে দিও;
সভ্যতা আগামী দিনের সুস্থতায়।
আমার প্রত্যয়ে নীরব চিত্ত ঈশ্বর,
বৈরাগ্যে বরং অমোঘ ভালোবাসা দিও,
অমরত্বের অখণ্ড চেতনার শিহরণে।