অবান্তর তর্কে আজকাল খিল পড়েছে,
অর্ধ বিলীন নিবিড় সংলাপে ।
আর নির্বাধ চিত্ত সোনার রঙে স্বেচ্ছায়;
ছুটে না বরং ছুটাতে হয় হৃদপিণ্ড পেঁচিয়ে পেঁচিয়ে।
এই যে ওভার অ্যাক্টিং করে দুর্বিষহ যন্ত্রণায় ও
লোকালয়ে অদ্ভুত হাসির ফানুস তা তো;
একমাত্র মর্মঘাতী তপ্ত হৃদয় মাপে।
নাছোড়বান্দা লোক দেখানো মনরঞ্জন,
নৃশংস দাসবৃত্তে ইন্ধন যোগায়।
বিচার বিশ্লেষণে বেহালার অসীম সুর ,
দাগ কেটে যায় নির্বোধ যাপনে।
কোনো এক অশান্ত কিশোরীর বুকে পাথর কান্নার,
কত যে দায়বদ্ধ ঋণ সে তো বার্নিশ করা -
চোখের বোঝাপড়া শুধু ।
শব্দের মিছিলে হাঁটতে গিয়ে,
কত চিৎকার, কত ইমোশনের মাথা টুকে -
এই মৃত্যুঞ্জয়ী আঘাতের নোঙ্গরে।
ভালো মন্দের ক্রমশ পরিবর্তন শিখিয়ে,
যায় নতুন অধ্যায়ের মাস্তুল।
গহীন জমাটবাঁধা মেঘের করিডোরে,
ফর্মাল অভিজ্ঞতার স্তাবকতা।
শো - অফের লোডশেডিং- এ
অব্যক্ত সুদূরের দু - ধারে গড়ে ওঠে ,
সভ্যতার গায়ে ম্যাচিউরিটি!