জীবন বুঝি ছুড়ে ফেলেছে নামকরা খেতাব,
একা বুক চিতিয়ে ক্রান্তির আপ্যয়ন কী আর হয়?
ইদানিং মানুষ হুটহাট অভিনয়ে অভ্যস্ত,
চিত্রকল্পে গহীন গোপনে প্রলাপ দিয়ে,
মানব- মনবী জাঁকিয়ে বসে খোলস।
একশত শতাব্দীর কোলে জীবন প্রায়,
বহুবার চিৎকার করে উত্তর জানতে চেয়েছে;
বিনিময়ে শুধুই সাদা পাঁজরে তপ্ত দাবানল !
এখন আর জানালার পাশে ইচ্ছে পাখি,
অবিরল নামতা পড়া কিশোরীর বুকে ফিরে না;
বরং প্রেসক্লাবের মঞ্চে তেপান্তরে জীবন একা-
দাঁড়িয়ে ভেঙে দিয়ে যায় ত্রিপদী চরিত্র,
আরও ভেঙে দিয়ে যায় নিগূঢ়ে জমে থাকা টানাপড়েন!
কিন্তু শেষে উত্তরপুরুষের অভিনয়ে বেস্ট পারফরমেন্স।
একে একে কত আলপিন চরিত্র সংলাপে হয়ে উঠে,
অডিয়েন্সের কাছে গুড-বেটার -বেস্ট লাইফ থিয়েটার!