শব্দের পিঠচাপড়ে ডাক পিয়নের,
চিঠি আর্জি জানায় খামখেয়ালী-
আরশি ছেড়ে রূপ কথার মেঘদুপরে।
হালকা ভালোবাসা ঠোঁট ছুঁয়েছে,
লাজুক শব্দের অস্তিত্বে।
প্রবাহী সময়ের লেনদেনের,
খবর রাখে অকাশমাঝি।
কখনো ভাবের ফাঁকে,
বিশ্লেষিত অভিধান।
কোনটা আজ বেশি দামী?
জাপটে পড়া ডানপিটে ,
না আরক্ত সাক্ষী ভালোবাসার ;
সমুদ্দুর?
'হার মানা হার' গান ধরতে পারো,
ইচ্ছে পাখির নিঃস্ব ডানায়।
মহাজীবনের খবর তুমি রাখতে যদি,
ক্রান্তদর্শী প্রতিশ্রুতি ঝরতো;
সেদিন নিষিক্ত তোমার দ্রাঘিমায়।