মূঠোয় চাওয়া  মরীচিকা,
থমকে যা -
শীতল পাটি বিছিয়ে দে,
দূ-দন্ড জিরিয়ে  যাই।
অচিনপুরে নতুন  অভিযান,
তাঁর  শরীর বেয়ে  নতুন উপাখ্যান।

পাশাপাশি  চার দেওয়াল,
প্রতিশ্রুতিতে চুপিসার,
বেজায় প্রশ্ন করে!
সময় যে  স্রোতের টানে,
বড্ড অভিমানী।

ফিরে পাওয়া  সন্ন্যাসী ,
একগুচ্ছ  মেঘ ঢেলে দেয়,
তবুও শূন্য  আকাশ।
এমন ফিরে পাওয়া ও কী-
ফিরে পাওয়া?

জেগে জেগে সমাধিলিপি,
প্রখরতা বাড়ায় বার্তার  মিলেমিশে,
ছদ্মবেশী  নীরবতা  পূর্ণাঙ্গ।
ওই দেখ চেয়ে  ভাসমান আগন্তুক,
মনের ট্রামলাইনে উষ্ণতায়;
অনন্ত  একজন  স্বপ্ন  কুড়োয়।
আমার  অবেলার শেষ টুকু,
ক্ষন্তবেলার গান  গায়।