আমি ক্যামেলিয়া বলছি গো ক্যামেলিয়া !
যে প্রতিদিনের দীর্ঘশ্বাসে গোধূলি ,
ইচ্ছেমতী ডাকপিয়নে জানিয়ে যায় -
অভাবজনিত আবেগকে যে ভালোবাসতে নেই।
আমি ক্যামেলিয়া বলছি গো ক্যামেলিয়া !
অন্তর চুয়ে পড়া রক্তাক্ত নক্ষত্রের দিকে,
কতবার যে ছুটে গেছিলাম হয়তো;
রক্ষিত নিঃশব্দের ধূলো মাখা দেরাজই জানে।
না এখন আর ছুটতে হয় না বরং চাবি হতে,
অমোঘ কাঠামো তৈরি করি।
আমি ক্যামেলিয়া বলছি গো ক্যামেলিয়া !
যে রূপান্তরিত জড়তাহীন মহার্ঘ্যের দানে।
যে কালের উপন্যাসে রঙিন স্বপ্ন ভেসে যেতে-
দেখে দু- চোখের পরপারে কই পারিনি তো;
সমস্ত প্রতিজ্ঞা ছেদনে মুক্ত হতে!
আমি ক্যামেলিয়া বলছি গো ক্যামেলিয়া !
যে মহাকালের গভীর রহস্য উন্মোচনে,
নীলাভ কাতানে নিসর্গ ছন্দে বিকিয়েছেন সুধা।
ভালোবাসা ভালোবাসা তফাৎ যাও তফাৎ !
রয়েছে হিসেব হয়তো কোন নামহীন অন্বেষণে;
আর খুঁজে যাই দুঃসহ বহু পথ যা -
আমার একাকী কালের সাধনা।
হ্যাঁ ! আমি ক্যামেলিয়া বলছি গো ক্যামেলিয়া !!