তোমার শিকড় জুড়ে মাটির নাড়ি
তাই বরাবরই তোমার কাছে অভয় মন্ত্রে ঋণী
ভীনদেশি রংধনু দিগন্তে তোমার স্নান
আকাশ মাঝির স্রোতে ভালোবাসা ওমে
ভারত তোমার উন্নতির সাক্ষী থাকতে চাই।
ইতিহাস খুঁজে বেড়ায় আর সময়ের কাছে
এ যে তোমার নতুন জন্মান্তর ।
তোমার ভাগটা পাই যেন এবার
নারী - পুরুষের স্বতন্ত্রে।
রূপকথার শহর জুড়ে বিভীষিকার
প্রতিবাদী অক্ষয় ঠিকানার পথ।
ভারত তোমার উত্তরসূরী নিঃশব্দে
ডানা মেলে অহরহ ।
তোমার প্রগতি আমাদের আগ্নেয়
র্দুবার ক্ষমতা।
যে বৃত্তে তোমার নতুন সূর্যের ক্ষয় নেই
ভাঙা গড়ায় ভারত তোমার শিরদাঁড়ায়
নুয়ে পড়বে অবক্ষয় সততা সেদিন
প্রতি ঘরে উপচে পড়বে জিইয়ে রাখা
মনুষ্যত্বের রক্তকরবী।
হে ভারত আগামী দিনে তুমি দশভূজা
হও ভীরু সমাজে ।
ঠায় হয়ে দাঁড়া ও শতবছরের সভ্যতার খাসমহলে।
তুমি অমৃত ধারায় ঝরবে অবিরত
হীরক ভারত অক্ষয় বটবৃক্ষে জয় হোক তোমার
চিরবিজয় তিলকে।