একটা সময়  যন্ত্রণা  ধারণের,
পরে ও  বশ মানেনি ভালোবাসা।
কোনো কোনো জোড়া ভাঙা,
ভালোবাসা  ফিরে পেতে চায়-
সমস্ত  গায়ে ঢেলে দেওয়া;
সুখ-বসন্ত।

এক যুগে কত তপস্যা সেই,
অ-দেখা ঈশ্বরের  সৃষ্টির বৈভব,
প্রত্যক্ষ  দেখার  সেই দেখা যে-
কোনো মানবের রূপে,
হয়ে উঠে  আমারই অ- দেখা ঈশ্বর  !


দীর্ঘশ্বাসে  শব্দ  ছোঁয়ানো,
কত অভিমান - অভিযোগ।
তবুও  আড়ালে  ভালোবাসার,
বড্ড  পিছুটান  উল্টোপথে -
ঘুরে বেড়ায়।

ভালোবাসা ঠিক  যেন রবি ঠাকুরের;
'শেষের কবিতার ' মতো  ঘিরে  বাঁচে।
আমার  উদ্বাস্তুে  ছড়িয়ে -ছিটিয়ে থাকা,
প্রত্যাখ্যান  হিসেব চাইনি-
তাই আজ ও ভালোবাসা ;
একান্নবর্তী  তাই ফিরে আসাটা-
অবাধ্য অনাবিলতায় মিশে।