যে বৃত্ত জয়ের  চিত্ত,
নতুন  সাজে উচ্ছ্বাসিত,
সে তো আজ শূন্যে  অভিমানী।
ভগ্নস্তূপে দগ্ধ  শ্রোতায়,
সব মিলিয়ে  সেই তো রক্ত গেলা।

              ২
স্বাধীনতা  রইল  চেপে,
দেখ গিয়ে  আর্তনাদে -
কত কত রক্ত স্বরবর্ণে,
মুখ টুপে চোখে কাপড়  বাঁধে!
উলঙ্গ  দিগন্ত  সাক্ষী,
থাকে জলন্ত মুক্তগানে।
    
                ৩
বেঘোরে  মানুষ  দেখি,
মৌনতায়  নিঃশব্দ।
তারিখ শুধু  চিরতরের,
উৎসবে তিনটে রং মেশায়।
চেয়ে চেয়ে  দেখ;
মৃত্যু -কান্না আর্তনাদ,
কেমন একতরফা;
বিদ্রোহে বানভাসি।
              
               ৪
সমুদ্র  স্বরে স্বাধীনতা  চাই,
আগামী দিনের  সুস্থতায়।
ডানপিটের  শিহরণে স্বাধীনতা  চাই,
অব্যক্ত  ভাঙা -গাড়ায়।
নতুন দিনে  সুখ শব্দে,
ক্যালেন্ডারের স্বাতন্ত্র দিবস  ছেড়ে -
মৈত্রী হোক স্বাধীন চেতনায়।
ঠোঁট জোড়া ধ্বনি একত্রে,
আনবে সেদিন স্বাধীনতার-
আসল স্লোগান 'জয় হিন্দ'!