আমার   ব্যস্ততা   থাক  অনেক  অনেক  ব্যস্ততা,
যত টা  ব্যস্ত  থাকলে  একটা  গোটা  যুগের
স্মৃতি  বয়ে  না  বেড়াতে  হয়।
কোথাও  যাতে  ছিটেফোঁটা   সময়   না  থাকে।
আমার  ব্যস্ততা থাক  অনেক  অনেক   ব্যস্ততা।


শহরে  যখন  অক্লান্ত   স্মৃতি জুড়ে  পোড়া  গন্ধ,
খুব  করে মেঘ  আসুক   স্মৃতির  কুণোয়।
আমি যেন  তখন ও ব্যস্ত  থাকি ।
একদিকে  থাক  মেহেফিল   আর-
বরং  শূন্যতা থাক  অন্যদিকে।


পথেই যেন  পথের শেষ  হয়।
সহজ  কথা সহজ  ভাবে  না বোঝার
যে যন্ত্রণা সেই  আক্ষেপের   যেন  চরমতম  মৃত্যু  হয়।
রক্তক্ষরণ  হোক প্রতি নিয়ত  তাও  ব্যস্ততা  থাক।
ততটা ব্যস্ততা থাক  যতটা  আমার   শহর  জুড়ে   ভুলিয়ে  নেবে ;
আমার  বলতে  না  পারা   'আমি-র'  যন্ত্রণাকে।