সময়ের কাগজ নৌকায় শেষবারের মতো
চিঠির পথ চেয়ে বসেছিলাম।
কত রংমশাল একসঙ্গে অপেক্ষার লড়াইয়ে বেঁচেছে,
আমি তো আড়াল হয়নি সত্যের মুখোমুখি ছিলাম ,
কিন্তু নৈঃশব্দের ইমারত গড়তে পারিনি!
যদি বসন্তের সম্পর্ক ভালোবাসা নামক শব্দের-
খোলস হত আমি না সময়ের তাগিদে পাল্টে নিতাম।
কিন্তু এখানে যে নিলামি হয়েছে সীমান্ত বন্ধুত্বের;
ওই ধরো খানিকটা হৃদয়দেবতার চোখের জলে!
আমি হিসেব ছাড়া হাজার ভিড়ে বিবর্ণ বন্ধুত্ব খুঁজি,
ব্যথায় যন্ত্রণায় সঞ্জীবনীর প্রলেপ হওনি তুমি।
দীর্ঘ শোকে তোমাকে শিল্পী করলাম বিনে সুতোয়,
প্রহরী নেই, সময় ফিরত দিয়ে যাক খামবন্দী আমার স্বস্তি।
সব শব্দ জানতে নেই শব্দের ও যে অভিমান আছে।
অবহেলার ক্রস লাইনে কোনটা আজ বেশি দাম?
দূরত্বে মেপে নেওয়া কঠোর হিসেব , নাকি
ডানপিটে তোমার সঙ্গে প্রথম দেখাই শেষ দেখা ?
এই বুঝি তোমার আশ্চর্য হিসেব মেলা অঙ্ক কষা বন্ধুত্ব ???