আমি তো খুব করে চেয়েছিলাম
সবটা হ্যাঁ সবটা বাঁচাতে ।
আমি তো চেয়েছিলাম শেষ বিকেলটাতে,
পাখিদের মতো ঘরে ফিরে যেতে।
আমি তো বারবার পথিককে আটকে ছিলাম,
ওই দূরন্ত পথে ধূসরবর্ণ অন্ধকারময় কণিকায় না যেতে।
আমি তো বারবার প্রলেপ হয়েছিলাম সমস্ত ব্যথার;
কিন্তু কই আমার বিবর্ণ হৃদয়ের কালশিটের সেই
চিহ্নের দাগ আজও এত গাঢ় কেন?
আমি তো খুব করে চেয়েছিলাম,
রঙিন বেহালার সেই সুরে
ভালোবাসা আঁকড়ে ধরতে।
তবুও কেন এত মলিন এত
অসহায়তার চিৎকার?
আমাকে আমার মতো করে,
না ভালোবাসার যে আমার অপরাধ ;
সেই শোক সুদীর্ঘকাল বয়ে চলে
ভাঙ্গা মন পাজরে।
আমি যে শক্তিহীন বলেই আমার ,
সমস্ত ময়ূখ দ্যুতি; উজার করে দিয়েছি।
দুঃখ দেবার ক্ষমতা আমার নেই বলেই,
বার বার বিলিয়ে গেছি অন্ধ ছায়ায় ।
তুমি টেনে নাওনি আমায় ,
আমি তো সৌমিত্র চেয়েছিলাম যেখানে;
অবলীলায় রিফিউজি লতার মতো
শক্ত বিটপী আষ্টেপৃষ্ঠে অমন,
জড়িয়ে থাকবে।
আমি তো 'সত্যিই' খুব করে চেয়েছিলাম.........!!