আমি  এখন  প্রতিদিন ই   তোমার  গন্ধ  পাই ।
কবিতা  কিংবা  গল্পের  পাতায়  লিখতে  গেলেই  
তোমার হিসেব  করে বলা প্রতিটা  কথা
  পিছু করে   আমার  ।

তোমার আবছায়া গন্ধ মাঝ রাতে  ঘুমের  আড়ালে  
আমাকে  আকাড়ে  ধরে তখন ঘাম  ভেজা  চেহরায়  
তোমাকে  অবু ঝ  শিশু র  মতো  খুজে  বেড়াই ।


চোখের কোনে আর কোনো  আলো  নেই ।
এরপর  বু ঝলাম  যা ছিল সবটাই
শূ ণ্য মরু ভূ মিতে   হাতছানি  
যতটা  ভেঙেছে  বা ভেঙেছিল
জানায় নি   একফোটা  এই  মনকে
কিন্ত  ঠিক  দিনের  শেষে  পরন্ত  বিকেল
  বলে যায়  সবটাই অভিনয় শুধুই  
মিথ্যে অভিনয় ।

তারপর  মন  আর  আমি   হঠাৎ ই মুখোমুখি,
মাথা  নত  করে  থাকা  আমি  
আজ ও  অপরাধী  মনের কাছে।
শু ধু  প্রশ্ন  একটাই ,,,,,
হঠাৎ  চলে  যাওয়াই  ছিল
যদি পথের ঠিকানা  তাহলে
কেন  এই  ক্ষণকালের  নিদারুণ উৎসব??
বলতে  পারো  আমায়?