সেই ছেলেটা

সেই ছেলেটা;
যার সঙ্গে দেখা হয়েছিল নীলসিন্ধুর পাড়ে,
পড়নে একটা কাদা লাগা ধুতি
মনে হয় বাসের জন্য নেইও কুঠি!
বটের নীচে বসেছিল অশ্রুসিক্ত নয়নে
কোথায় তার বাড়ি নেই হয়তো মনে!
হয়ত বা পথ হারিয়েছে সে,
নতুবা চলিতে অক্ষম সে।
অনেকক্ষন পরে,
জিজ্ঞাসিলাম তারে,
তুমি কি খুঁজিছ কাহারে?
প্রশ্ন শুনিয়া,
ইতস্তত হইয়া,
উত্তর দিল সে
না, বড়ো নিষ্ঠুর এ দুনিয়া।।
করিল ভাবপ্রকাশ
সন্দেহের নেই কোনো অবকাশ।
বলে,
"বাবু, মা গত হয়েছে দু দিন আগে,
দুঃখ আসিয়াছে আমার পরান মাঝে।
আপনজন করিয়া দিয়াছে দূর
গতির জীবনে ভাঙিয়াছে সুর...
এইভাবে চলিতে ছিল কথোপকথন
বিলম্ব হওয়ার বলিলাম,চলি এখন।।
সর্ব কথা শুনিয়া বলিলাম তারে
দুঃখ অতীত করিয়া
নব জীবন শুরু কর এই সিন্ধু পাড়ে।।