গোধূলী
             সুস্মিত ব্যানার্জি

দিক দিগন্ত হতে
উন্মুক্ত আকাশে
বাসায় ফেরে পাখিরা
ঝঞ্জা বাতাসে ক্লান্তির রুদ্ধশ্বাসে ৷৷
অলস সূর্য বলে দেয়
আকাশের নিলীমা গেছে শেষে
লালের মাধুরীতে মগ্ন সে...
দূরের ঘন বনকে দেখায়
ঘন কালো,
ছায়া পড়ে প্রাচীন কালো দিঘির জলে
সাথে থাকে চাঁদ ;
তার দুস্প্রাপ্য কলঙ্কের প্রতিচ্ছবি নিয়ে | |
চারিপাশে ঢাকে ঘন অন্ধকারে
শুরু হয় ঝিঁঁঝিঁর ডাক  ঝোপের অন্তরে৷৷