৷৷ আমি ভালোবাসি সাহিত্যকে ৷৷                              লেখার মধ্যে থাকে তত্ত্ব ; তথ্য ৷ এই তথ্য ও তত্ত্বের সাথে সম্পর্কের সুমধুর মিলন ঘটে সেই একটা জায়গাতেই ...... সেটা হল " সাহিত্য "                 সারা জগৎ বিজ্ঞানকে নিয়ে চলে জানি কিন্তু তার সাথে সাহিত্যের যে সম্পর্ক আছে তা মানুষকে বোঝানো দায়... তাই আমি বলি বিনা সাহিত্যে বিজ্ঞান পরে অজ্ঞান হতে বেশি সময় লাগে না ৷ বিভিন্ন ব্যক্তি বলে সাহিত্য পড়ে কী হবে? শুধুই বিজ্ঞান পড়ো ৷ যদি তাদেরকে প্রশ্ন করা হয় কেন? প্রত্যুত্তোরে তারা বলে সাহিত্য কোথায় কাজে লাগবে যে আমরা শিখব! তারা আবার সাহিত্য বলে না ৷ বলে বাংলা ........                               সেইসব ব্যাক্তিদের আমি বলি আপনারা বলছেন তো সাহিত্যের প্রয়োজন নেই ; আপনাদের বিজ্ঞান তো সাহিত্যের রূপ দিয়েই প্রকাশ পাচ্ছে ৷ কে বলে যে কলা বিভাগের ছাত্ররাই সাহিত্য বোঝে......! তারা তো মুখস্ত করে গাম্ভীর্যময ফলাফল করে ৷                                         বাংলা নয় এটা সাহিত্য ৷ প্রতিটি ক্ষেত্রে আপনারা সামান্য জ্ঞানী হয়ে বলছেন বাংলা দরকার নেই; কিন্তু আপনাদের থেকে মহৎ রা বলছে বাংলা দরকার ৷ সেই জন্য তাঁরা বইগুলির নাম বাংলা না করে " সাহিত্য চর্চা " ; "সাহিত্য ও সংস্কৃতি " নাম রাখছে ৷  
রচনার ক্ষেত্রে নামকরণ খুবই গুরুত্বপূর্ন বিষয় ৷ উদ্দেশ্য , পরিস্থিতি, ঘটনা, কাহিনী, বক্তব্য প্রভৃতির নিরিখে নামকরণ করা হয়৷ সব কিছুকে উপক্ষা করে ভাব কে সত্যের কিমবা আদর্শের রূপ দিয়ে নামকরণ করা হয়।বিজ্ঞানকে যারা বোঝে সাহিত্যকেও তারা বোঝে ৷ কিন্তু পড়াশোনা কে যারা ব্যবসার নামে চালায় তারা সাহিত্য কে বোঝে না ৷ সবেরই সমান দরকার ৷                           উদাহরনস্বরূপ বললে মনে পড়ে আচার্য জগদীশ চন্দ্র বসু , সত্যেন্দ্রনাথ বসুর লেখা ৷ আমি বলি তারা কি সাহিত্য বোঝে না ; না হলে যথাক্রমে তারা "অব্যক্ত "; "গ্যালিলিও " লিখলেন কি  করে?                   এছাড়া আমিও দেখতে পাই যারা সাহিত্য চর্চা করে তারা বিজ্ঞানচর্চাকারী  ।আবার অনেকে বলে সাহিত্যের ইতিহাস মানে শ্রী কৃষ্ণকীর্তন ৷ আমি বলি আপনারা ভালো করে বইটাই পড়েননি৷ সেখানে কীর্তন করতে বলা নেই ৷ বলা আছে সাহিত্যের উৎপত্তি ৷ পুরান গুলি তার উদাহরন ৷               আরে বিজ্ঞানের সাথে সাহিত্যের যোগাযোগ না থাকলে আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং সাহিত্য আর বিজ্ঞান নিয়ে আলোচনা করতেন না......       পরিশেষে বলি সবাইকে            
বাংলা নয়; এটা সাহিত্য ; এটাকে বোঝ |    
                                       আমি ভালোবাসি "সাহিত্য " কে ৷