এই শহরেই বেঁচে আছি পেরিয়েছি অনেক পথ,
বিশ্বাস কিছু হারিয়েছি বটে হারায়নি চলার পথ ।
ডোবা-খানা নীরবে বুঁজেছে পুকুরও হয়েছে চুরি,
কংক্রিট বুকে মাথা তুলেছে 'হাই রাইজ'-এর সারি ।
শব্দ দূষণ আর বায়ু দূষণে বাতাস হয়েছে ভারি,
শুদ্ধ বাতাসে বুক ভরাতে শ্বাস নিতে না পারি ।
গাছপালা সব বিবর্ণ আজ সবুজের দেখা নাই
গাছেরা বুঝি হারিয়েই যাবে বেঁচে থাকবে বনসাই ।
শহর ভরেছে অমানবিকতায় ধর্ষিতা হচ্ছে নারী,
নীরব দর্শক-পুতুল সবাই কেউ না বাঁচাতে পারি ।
মনের আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠি ভয়ে,
শহর-জীবন কাটাতে হবে কি এমনি যাতনা সয়ে !