বসন্ত দিন যাচ্ছে চলে,
চৈত্রমাস-ও শেষ
তোমার ডাক পেলাম কোথায়
কোথায় সে মধুর আবেশ!

শিমুল-পলাশ রক্তরাঙা
কৃষ্ণচূড়া-ও লাল
ভেবেছিলেম রাঙিয়ে দেব
তোমার দু'টি গাল।

রঙ-জোয়ারে ভাসবো বলে
বসেছিলেম ঠায় ,
দোল-হোলি কেটে গেল
তোমার অপেক্ষায় ।

বাসন্তী রং শাড়ি পরে
খোলা এলো চুলে
কোথাও বুঝি হারিয়ে গেলে
আমার এ পথ ভুলে ।

'বসন্তদিন যাচ্ছে চলে
বসন্তদিন যায়'
আবির আমি উড়িয়ে দিলাম
মেঘের ঠিকানায়।

একতারাটা সঙ্গী এখন
বাউল পথে চলা,
মন চলেছে মনের টানে
মনেই কথা বলা।