সময় আজ উদভ্রান্ত,
ছুটে চলেছে তড়িৎবেগে
কালের অতলান্ত গহ্বরে
পৌঁছবে বলে ।
শীতের পাতঝরা জীর্ণ তরু
উদার আকাশ পানে চেয়ে,
ব্সন্ত আগমনে নিজেকে
ভরিয়ে নেবে সবুজ পল্লবে ।
উগ্রপন্থার বাড়াবাড়ি
ক্ষমতার কাড়াকাড়ি
অকাল বর্ষণ
অকস্মাৎ ভূকম্পন
প্রকৃতির ঘূর্ণিপাকে
ব্সুন্ধরা আজ দিশেহারা ।
তবু তাকে ছুটতে হবে -
আহ্নিকগতি, বার্ষিকগতি বজায় রেখে ।
দুরন্ত-ছুটন্ত পৃথিবীটার উপর দাঁড়িয়ে
দু্হাত তুলে কে যেন বলে ওঠে -
এসো উদার হই, মহৎ হই,
নিজেকে মেলে ধরি সবার তরে ।