উন্মুক্ত প্রসস্থ রাজপথ
রাজদ্বার অবধি পৌঁছে গেছে -
মসৃন সে পথ যেন পাতা মখমল ।
গর্বিত চালকের চক্রযান
অবাধে বিষ-ধোঁয়া ছেড়ে
সে পথে নিত্য করছে চলাচল ।
গৃহহীন, নিরন্ন কিছু মানুষ
পথের বাঁকে বেঁধেছে ঘর,
পেতেছে ছন্নছাড়া সংসার ।
দিন আসে দিন যায়, ওদের
নুন আনতে পান্তা ফুরায়,
পেরোতে পারে না বাধার পাহাড় ।
ভবিতব্যের তোয়াক্কা না করে
চাঁদের আলোয় স্নান সেরে
মেতে ওঠে আদিম খেলায় ।
নিস্পাপ শিশুরা জন্ম নেয় ,
দুধ-ভাতের যোগাড় কোথায় ?
শুধু বুক ভাসে ওদের কান্নায় ।
তবুও নবজাতকরা বেড়ে ওঠে
খিদের জ্বাল সয়ে, ধোঁয়া-ধুলো গায়ে মেখে ।
বিষাক্ত বাতাসে শ্বাস নিতে নিতে
একদিন বলে ওঠে -
' এ দায় কার ?'