তোমার খোঁজে গেছি আমি
শাল-পিয়ালের বনে ,
তোমার দেখা পাইনি
দেখেছি আগুন লেগেছে বনে ।
মরুর দেশে খুুঁজেছি তোমায়
পাইনি তোমার দেখা ,
পেয়েছি ধূ ধূ বালির পাহাড়
আর মায়া মরীচিকা ।
সাগর তীরে গেছি ছুুটে
তোমায় পাব বলে ,
দেখেেছি তোমার পায়ের চিহ্ন
মিশেছে সাগর জলে ।
সাঁঝের বেলায় ক্লান্ত আমি
ভাবি বসে একাকি ,
তুমি কী তবে হারিয়ে গেছ
আমায় দিয়ে ফাঁকি !