মাগো, আমায় ঢেকো না আর
তোমার ওড়না, আঁচল তলে,
হাঁচি-কাশি, তেল-হলুদ মাখা
ওসব ধুয়ে এসো সাবান জলে ।
মন্দির, মসজিদ, সিন্যাগগ, চার্চের
শুনেছি বন্ধ হয়েছে দ্বা্র,
করোনার ভয়ে আল্লা,ইশ্বর,গড
সবাই নাকি পগার পার !
দেবালয় ছেড়ে মায়ের হাত ধরে
যেই না চিকিৎসালয়ে যাই
ভগবানদের সব মিলল দেখা
সাদা অ্যাপ্রনে করছেন লড়াই ।
এ লড়াইয়ে জিততে হবে
তাঁরা জীবন রেখেছেন বাজি,
তাঁদের সাথে কাঁধ মেলাতে
এসো না আমরাও হই রাজি ।
চিরতরে দূর হোক করোনা
শুধুই না হয় পড়ে থাক ভয় ,
বিশ্ববাসীর রোগ মুক্তি হোক
বিশ্ব ভ্রাতৃত্বের হোক জয় ।