ঘুম নিয়েছে ছুটি
জেগে আছে নিঃসঙ্গ জীবন
হাতে ধরা জ্বলন্ত সিগারেটটা
পুড়তে পুড়তে প্রায় শেষ ;
আরেকটা জায়গা নেবে তার ।
তারপর পাখার হাওয়ায় ওড়াবো
সবটুকু সুখের ছাই ।
গতকাল মাঝরাতে
মুঠোফোন হাতে
শুনেছিলাম তোমার কণ্ঠস্বর ;
আজও অপেক্ষায় আছি -
শ্লীলতা-অশ্লীলতার বেড়া ভেঙে
কামনায় শুধু তুমি ।
মাঝে মাঝে রাতজাগা
পাখিদের ভাষা ভেসে আসে
রাতের সীমাহীন নির্জনতা পেরিয়ে,
উদ্বুদ্ধ করে আমাকে ।
ব্যাসদেবসম আমিও বুঝিবা
কলম তুলে দেব গণেশের হাতে ।
আমাকে স্তব্ধ করে বুলি ফুটবে কলমের,
লেখা হবে তোমার আমার 'দিবারাত্রির কাব্য' ।