কবির হাতে খোলা কলম সামনে খোলা খাতা,
ভাবনার জাল চলেছে বুনে ভরবে খাতার পাতা ।
ভাবনা যেন পাল ছেঁড়া নাও এদিক ওদিক দোলে,
শব্দগুলোও দেয় না ধরা কবির ভাবনা জালে ।
অবশেসে পড়ল ধরা শব্দ শত শত,
বাক্য হয়ে ফুটবে তারা কবির মনের মত ।
ভাবনা বলে, 'ওহে কবি ! শব্দগুলো ধর,
কোমল হাতে চয়ন করে কলমেতে ভরো ।
বসাও ওদের সযতনে যার যেখানে স্থান,
তারাই তো বাক্য হয়ে রাখবে তোমার মান।'
শব্দভরা কলম নামে সাদা খাতার 'পরে,
শব্দগুলো মিলেমিশে বাক্য হয়ে ঝরে ।
খাতার পাতা নেইকো সাদা ভরেছে তার বুক,
কবিতার জন্ম হল কবি পেল সুখ ।