কী করে আর থাকবে ঘরে
সমুদ্র যে ডাকে !
জলই জীবন ওদের
জলে ভেসে পড়া
জীবনের টানে ।
টিম্ টিম্ কুপি জ্বলে
হোগলা ছাওয়া ঘরে ।
ছেলে-মেয়ে বউ রেখে
ছোটে সাগর পানে ।
দলবেঁধে ভেসে চলে
'অতল জলের আহবানে'।
সারারাত জেগে থাকে
ঢেউয়ের সাথে কথা বলে ।
রুপোলি শস্যের ঝিলিক
ম্লান করে দেয় জোছনাকে ।
ক্ষেপে ক্ষেপে জাল ফেলে
টেনে তোলে রুপোলি ফসল ।
মৎস্যগন্ধ গায়ে মেখে
ভরে ওঠে নৌকোর খোল ।

তারপর তীরে ফেরা -
জলের হাঙর পিছনে ফেলে
ডাঙার হাঙরের জিম্মায়
নিজেকে সঁপে দেওয়া ।
মাহাজনী দায় চুকিয়ে
এবার ঘরে ফেরার পালা -
অনিশ্চিতের অপেক্ষায় থাকা
হাড়ির ফুটন্ত জলে
ফুটবে খুশির ভাত ।
জঠর জ্বালা মিটিয়ে নিয়ে
কোমর বেঁধে তৈরি হবে,
আবারও ভাসাতে হবে তরী-
জীবনের টানে, সাগরের জলে ।