যৌথ পরিবার ভাঙা
নিউক্লিয়াস পরিবারের ঘেরাটোপে
তোমায় রেখে, আজ আমি সুদূরের বাসিন্দা ।
দারিদ্র্য-সীমার নীচে থাকাদের টেনে তোলায় ব্রতী,
আটপৌরে জীবনের ভাঁজে ভাঁজে সুখ-দুঃখ লহর তোলে ।
সবুজ খেতে উজ্জীবিত ধানের শীষ হাওয়ায় দোলে ।
আমি ছবি আঁকি --
তুলি জলে ডোবাই, রঙে ডোবাই, মনে ডোবাই
তারপর ছবি লিখি ।
সবুজ মাঠের ছবি, সুখী গাঁয়ের ছবি,
আশা-আকাঙ্ক্ষা-ভালোবাসার ছবি ।
নিরন্ন আদুল গাঁয়ের ছেলেটার বয়ে আনা
দমকা হাওয়া আমার আঁকা ছবি
এলোমেলো করে দিয়ে যায়,
সময়কে চেপে ধরে
আবার আমি ছবি আকি, ছবি লিখি --
জীবনের ছবি, উত্তরণের ছবি ।
\০/
/ \