সকাল বেলা বাতাসেতে
           ঝরা ফুলের রেশ,
দুপুর হলে স্নানঘরে
            তোমার সিক্ত বেশ ।
বিকেল হলেই যুঁই, বেলিতে
            জড়াও তোমার কেশ,
সন্ধেবেলা সাঁঝের আলোয়
            দেখায় তোমায় বেশ ।

সাত সকালে ইচ্ছে জাগে
            তোমায় একটু দেখি,
দুপুর বেলার ইচ্ছে ভাবে
            তোমায় কাছে ডাকি ।
বিকেল বেলায় ইচ্ছে করে
            তোমায় কাছে পাই ,
সন্ধে হলেই  ইচ্ছেগুলো
            লাগামছাড়া তাই ।

সকাল-দুপুর-বিকেল জুড়ে
            ইচ্ছেরা সব জটলা করে,
ছুটবে বুঝি তোমার পানে
           সকল শক্তি উজার করে ।
(তাই) সন্ধেবেলা মেলে ডানা
            অনেক আশা নিয়ে,
(কিন্তু) রাত্রি হলেই ইচ্ছেরা সব
            পালিয়ে আসে ভয়ে ।  

ভালবাসার স্মৃতিগুলো
             রাত হলে সব অন্ধকারে,
ইচ্ছেগুলোও বন্দী আবার
              ভালবাসার কারাগারে ।  


                     \০/
                     / \