এইতো বেশ ছিলে -
আবার কেন ফিরে এলে ?

নিঃসঙ্গ মননে
তাসের ঘর বেঁধে
মন চায়নি নিঃস্ব হতে ।

হাল ভাঙা, পাল ছেঁড়া
নৌকোর মতো ভেসেছে
তরঙ্গায়িত নদীর বুকে ।

ইজেলের সাদা রঙটা,
তুলি মুখে নিয়ে লেপে গেছে
মনের ক্যানভাসে ।

একে একে মুছে গেছে
সুখানুভূতির মুহূর্তগুলো
যা ধরা ছিল মানস-চিত্রপটে ।

এইতো বেশ ছিলে -
আবার কেন ফিরে এলে ?