আকাশ-ভাঙা বৃষ্টি এসে
সেদিন ভাসিয়েছিল শহরের বুক,
এ ফুটেতে গোলাপ হাতে দাঁড়িয়ে এক ছেলে
ও ফুটেতে লজ্জা-রাঙা একটি মেয়ের মুখ ।
বৃষ্টি বিকেল, রাস্তাঘাটে নির্জনতা
শরীর জুড়ে ঢেউ খেলানো সুখ,
সাক্ষী রেখে কয়েক ফোঁটা বৃষ্টিজল
ওরা ভালোবাসায় ভরিয়ে নিল বুক ।
চোখের 'পরে তাকিয়ে অপলক
বৃষ্টি শেষে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ,
শহর জুড়ে বৃষ্টি নাইবা এলো রোজ
তবু বৃষ্টি প্রেমে ভিজছে ওদের দু'টি মন ।