বুকের ভিতর কলকাতা শুয়ে থাকে
ফষ্টি-নষ্টি, যৌনতা, ব্যাভিচার-
বুকের ভিতর জাগ্রত বাঁকে বাঁকে
আমার শহর, হাজার অত্যাচার।
আমার শহরে রাজনীতি, দুর্নীতি,
আমার শহরে জাগ্রত ফুটপাথ,
আমার শহরে সর্বদা ভয়ভীতি,
আমার শহরে অনন্ত উন্মাদ।
কলকাতা মানে রোজ 'হোক কলরব'।
কলকাতা মানে ট্রেন-বাসে অশ্লীল।
কলকাতা মানে রকমারি উৎসব।
কলকাতা মানে সেবা'র বদলা ঢিল!
কলকাতা তোলে চরাচরে আলোড়ন;
কলকাতা আওড়ায় - বলো বীর, বলো...'
কলকাতা মানে হাতে-হাতে বন্ধন,
থামতে জানে না কলকাতা এক পল'ও।
কলকাতা মানে রবি ঠাকুরের গান,
কলকাতা মানে কবিতার রাজধানী,
কলকাতা মানে গঙ্গায় নেমে স্নান,
কলকাতা মানে অন্তরে অভিমানী!
কলকাতা ছেড়ে যত দূরে যাই আমি
বুকের ভিতরে বয়ে চলে কলকাতা,
জীবনে যা-কিছু পেয়েছি- ভীষণ দামি
তোমার অপার দানের মহীমা, মাতা...
বুকে জেগে ওঠে অবিরাম নীরবতা
কলকাতা তুমি সর্বদা থেকো পাশে
তুমিই আমার প্রাণের নির্ভরতা
তোমাকে নিয়েই চললাম পরবাসে...