সুসংবাদ!! সুসংবাদ!! সুসংবাদ!!
শ্রদ্ধেয় কবি ও লেখক বন্ধুগন,
ষাণ্মাসিক সাহিত্য পত্রিকা 'নোঙর'-এর প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি ২০১৭, কলকাতা বইমেলায়। আপনার মৌলিক লেখা থেকে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও মানবিক উৎকৃষ্ট কবিতা (২৮ লাইনের মধ্যে), অণুগল্প, ছোট গল্প(৩০০০ শব্দের মধ্যে), প্রবন্ধ( ৩০০০ শব্দের মধ্যে) পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি।
নির্বাচিত লেখা প্রকাশের জন্য কবি/ গল্পকার/প্রবন্ধকারদের থেকে কোনো অর্থ নেওয়া হবে না। সম্ভব হলে কয়েকটি পত্রিকা বিক্রয়ের দায়িত্ব নেবেন অথবা অন্ততপক্ষে একটি পত্রিকা কিনে সহযোগিতা করবেন।
★★★ "নোঙর" আসলে সম্ভাবনাময় কবি/লেখকদের এক প্রকৃত আশ্রয়ের অঙ্গীকার নিয়ে পথ চলতে আগ্রহী।
★★★ ব্যক্তিগত সম্পর্ক নয়, গুনগত মানই হবে লেখা নির্বাচনের একমাত্র মাপকাঠি।
★★★ 'নোঙর' পত্রিকা কেবলমাত্র 'আকাদেমি' নির্দেশিত বানান পদ্ধতি অনুসরণ করে। প্রয়োজনে প্রেরিত লেখার সম্পাদনা ও বানানের পরিবর্তন হতে পারে।
★★★ বাংলাদেশ ও প্রবাসের কবি/সাহিত্যিকদের জন্য পত্রিকায় রয়েছে একটি আলাদা বিভাগ।
★★★ লেখা পাঠিয়ে দিন এই 'ই-মেল'-এ -
nongorlittlemag@yahoo.com
Whatsapp No.+918013824930
★★★ লেখা পাঠানোর শেষ তারিখ ৩১শে অক্টোবর ২০১৬
শুভেচ্ছা সহ
"নোঙর" পত্রিকার পক্ষে-
সুশীল রায়,
সম্পাদক
কথাহোক- +৯১৮০১৩৮২৪৯৩০.
-----------------------------------------------